তুমি যদি বড়লোক হতে
চাও, তাহলে তোমাকে আগে ভালো ছেলে হতে হবে. মন দিয়ে পড়ালেখা করতে হবে, তোমার
চারপাশে যারা ভালোলোক তাদের কাছ থেকে তোমাকে ভালো কিছু শিখতে হবে. খেলার সময় খেল
তাতে কোনো ক্ষতি নাই.
পিতামাতা তোমার
গুরুজন, তাদের কথা তুমি শ্রদ্ধার সাথে মেনে চলবে. তোমার ভাই এবং বোনে যদি কোনো
অপরাধ করে তাহলে ক্রোধে অন্ধ না হয়ে ভালোবেসে শাসন কর.
প্রতিবেশী, দাসদাসী,
আত্মীয়স্বজন সকলের সাথে সুন্দর ব্যবহার করবে. সবাইকে ভালোবাসবে. কাউকে কষ্ট
দিবেনা, কাউকে দুঃখ দিবে না. সকল সময় অন্যকে দান করার চেষ্টা করবে. তাতেইসর্বোচ্চ
সুখ অনুভব করবে.
তোমার কথা ও কাজের
মাঝে মিল থাকতে হবে. তোমার কাছে কেউ কিছু রাখতে দিলে তোমাকে সেটি যথাযথভাবে রাখতে
হবে, দেখতে হবে যেন কোনো প্রকার ক্ষতি না হয়. তোমাকে সত্যবাদী হতে হবে. তোমাকে
তোমার ধর্ম সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে.
তোমাকে অসম্প্রদায়িক
হতে হবে. মানুষের মাঝে বর্ণ, গোত্র, লম্বা, খাটো, মোটা বা চিকন ইত্যাদি ভেদাভেদ
করা যাবে না. সকলে তোমার চোখে সমান হিসেবে পরিগণিত হবে.
অসুস্থকে সর্বোচ্চ
সেবা নিশ্চিত করতে হবে. অন্ধকে পথ দেখাতে হবে. পথে চলতে চলতে এমন কিছু তোমার
দৃষ্টিতে আসলো যে তাতে মানুষের ক্ষতি হতে পারে সেটি সরিয়ে ফেলতে হবে.
তোমার সহপাঠিদের বা
সহকর্মীদের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে হবে. তাদের বিপদে আপদে সাহায্য করতে
হবে. তাদের পরিবারের খোজ খবর রাখতে হবে নিয়মিত.
সর্বপরী, তোমাকে নীতিবাচক
হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং ভালবাসতে হবে মানুষকে.
তোমার দেশকে
ভালোবাসো. দেশের প্রতিটি সম্পদকে রক্ষনাবেক্ষণ করো. জ্ঞান অন্বেষণ করো. জ্ঞানিদেরকে
সম্মান করো. তুমি অন্যকে সম্মান করলে নিজে সম্মানিত হবে.
কথা বলার সময়, ছোট
ছোট শব্দ ব্যবহার করবে. অতিরিক্ত কোনো কথা বলেনা. যতটুকু প্রয়োজন হয় ততটুকু বলবে. সর্বদা
হাস্যজ্জল থাকবে. আত্মবিশ্বাস থাকতে হবে.
মানুষের কল্যাণ
কামনা সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য. তুমি যদি দ্রুত অন্য মানুষের মনের ভাব বুঝতে
পারো, তাহলেবুঝতে হবে, তুমি স্বার্থক হয়েছো, মানুষ হিসেবে জন্ম গ্রহণ করে. মানুষের
চোখের ভাষা, চোখের চাহনি, মুখের বিভিন্ন রূপ ইত্যাদি সম্পর্কে তোমাকে ভাবতে হবে, বুঝতে
হবে সেগুলোরও ভাষা.
মানুষের দোষটাকে না
দেখে তার গুন দেখো. দোষী মানুষের গুনটাকে নিয়ে প্রশংসা কর. তার হৃদয়ের অভ্যন্তরে
প্রবেশ করার চেষ্টা করো. জানি তুমি পারবে, পারতেই হবে তোমাকে.
তুমি তোমার আত্মার
গোপন কথা শুন. তুমি তোমার আত্মাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো. তাহলে দেখবে
তুমি নিজেই সম্মানিত হচ্ছো. অন্যকে যথাযথ সম্মান প্রদর্শন করো, সম্মানিত হবে.
ছোট ছোট বাচ্চাকে
আদর করো. বাচ্চাদের সাথে খেল. বাচ্চাদের মনের ভাব বুঝতে পারবে. যে ব্যক্তি
বাচ্চাদের মনের ভাব সঠিক ভাবে বুঝতে পারে, সেইসর্বোত্তম মানুষদের একজন.
কিশোরও যুবকদের কাছে
নিজেকে জনপ্রিয় করো, তোমারভালো গুণ দ্বারা. তোমাকে যেন তারা অনুসরণ করে. তোমার
কথা, কাজও ব্যবহার দ্বারা তুমি সবাইকে আপন করে নাও. দেখবে তুমি চিরজীবী হয়ে যাবে.
এমন এক সময় আসবে, যখন
মন তোমাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে আপন স্বত্তা থেকেই. সেই দিন থেকে তুমি
ভাববে, তুমি অমর হতে যাচ্ছ পৃথিবীতে.
যখন তোমাকে দেখিয়ে অন্যেরা
বলবে, আমি কেন তার মতো হতে পারলাম না. তুমি একজন যে পৃথিবীর মাঝে চির স্বরনীয়.
আমি তোমাকে অবশ্যই
অনুস্বরণ করব, যদি তুমি এমন উত্তম গুণের অধিকারী হও.
Md. Shahiduzzaman (Shaju)
A simple man as you.
Thanks.
No comments:
Post a Comment